ফিকহুস সুনান ওয়াল আসার

৪২. ইহসান-আত্মশুদ্ধির অধ্যায়

হাদীস নং: ২৬০০
ইহসান-আত্মশুদ্ধির অধ্যায়
মুসলিমকে গালি দেওয়া, যুদ্ধ করা, ক্ষতি করা বা ষড়যন্ত্র করার নিন্দা
(২৬০০) আবু সিরমা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি কেউ অন্যের ক্ষতি করে তবে আল্লাহ তার ক্ষতি করবেন এবং যদি কেউ অন্যকে কষ্ট দেয় তবে আল্লাহ তাকে কষ্ট দিবেন।
كتاب الإحسان
عن أبي صرمة رضي الله عنه مرفوعا: من ضار ضار الله به ومن شاق شاق الله عليه.
tahqiqতাহকীক:তাহকীক চলমান