ফিকহুস সুনান ওয়াল আসার
৪২. ইহসান-আত্মশুদ্ধির অধ্যায়
হাদীস নং: ২৫৯৯
মুসলিমকে গালি দেওয়া, যুদ্ধ করা, ক্ষতি করা বা ষড়যন্ত্র করার নিন্দা
(২৫৯৯) ইবন মাসউদ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, মুসলিমকে গালি দেওয়া পাপ এবং তার সাথে যুদ্ধ করা কুফরি।
عن ابن مسعود رضي الله عنه مرفوعا: سباب المسلم فسوق وقتاله كفر.
