ফিকহুস সুনান ওয়াল আসার
৪২. ইহসান-আত্মশুদ্ধির অধ্যায়
হাদীস নং: ২৫৮২
আপত্তিকর আচরণ, মতামত ও কর্ম থেকে আশ্রয় প্রার্থনা
(২৫৮২) যিয়াদ ইবন ইলাকাহ তার চাচা কুতবা ইবন মালিক রা. থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ (ﷺ) বলতেন, হে আল্লাহ, অশোভনীয় আপত্তিকর আচরণ, মতামত, কর্ম ও রোগ-ব্যাধি থেকে আপনি আমাকে দূরে রাখুন (আমি আপনার আশ্রয় চাই)।
عن زياد بن علاقة عن عمه قال كان النبي صلى الله عليه وسلم يقول: اللهم جنبني (إني أعوذ بك من) منكرات الأخلاق والأهواء والأعمال
