ফিকহুস সুনান ওয়াল আসার

৪২. ইহসান-আত্মশুদ্ধির অধ্যায়

হাদীস নং: ২৫৮১
পৃথিবীর সর্বোত্তম মানুষ
(২৫৮১) আসমা বিনতু ইয়াযীদ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তমদের কথা কি আমি তোমাদের বলব না? তারা বললেন, হ্যাঁ, আপনি বলুন, [হে আল্লাহর রাসূল!]। তিনি বলেন, যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়।
عن أسماء بنت يزيد رضي الله عنها أن النبي صلى الله عليه وسلم قال: ألا أخبركم بخياركم؟ قالوا: بلى يا رسول الله قال: الذين إذا رؤوا ذكر الله.
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ২৫৮১ | মুসলিম বাংলা