ফিকহুস সুনান ওয়াল আসার
৪২. ইহসান-আত্মশুদ্ধির অধ্যায়
হাদীস নং: ২৫৮৩
হিংসার নিন্দা
(২৫৮৩) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, খবরদার! তোমরা হিংসা থেকে আত্মরক্ষা করবে!! কারণ আগুন যেরূপ খড়ি খায় (পোড়ায়), হিংসাও তেমনি নেককর্ম খায়।
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: إياكم والحسد فإن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب.
