ফিকহুস সুনান ওয়াল আসার
৪২. ইহসান-আত্মশুদ্ধির অধ্যায়
হাদীস নং: ২৫৬৪
ভালো কর্মের পথনির্দেশক কর্ম পালনকারীর মতো এবং যার কাছে পরামর্শ চাওয়া হয় তাকে বিশ্বস্ত হতে হবে
(২৫৬৪) সামুরা ইবন জুনদুব রা. (অথবা আলী রা.**) থেকে (২৫৬৪) বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যার কাছে পরামর্শ চাওয়া হল তাকে বিশ্বস্ততা রক্ষার দায়িত্ব দেওয়া হল । কাজেই যদি কারো কাছে পরামর্শ চাওয়া হয় তবে বিষয়টি তার নিজের হলে সে যা করত তা করতে যেন সে পরামর্শ দেয়।
عن سمرة (أو علي) رضي الله عنهما مرفوعا: المستشار مؤتمن فإذا استُشير فليشر بما هو صانع لنفسه.
