ফিকহুস সুনান ওয়াল আসার

৪২. ইহসান-আত্মশুদ্ধির অধ্যায়

হাদীস নং: ২৫৬৩
ভালো কর্মের পথনির্দেশক কর্ম পালনকারীর মতো এবং যার কাছে পরামর্শ চাওয়া হয় তাকে বিশ্বস্ত হতে হবে
(২৫৬৩) আবু মাসউদ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যার কাছে পরামর্শ চাওয়া হল তাকে বিশ্বস্ততা রক্ষার দায়িত্ব প্রদান করা হল।
عن أبي مسعود رضي الله عنه مرفوعا: المستشار مؤتمن
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ২৫৬৩ | মুসলিম বাংলা