ফিকহুস সুনান ওয়াল আসার

৪২. ইহসান-আত্মশুদ্ধির অধ্যায়

হাদীস নং: ২৫৬৫
কেউ আল্লাহর ওয়াস্তে আশ্রয় চাইলে বা সাহায্য চাইলে করণীয় এবং কেউ উপকার করলে তার প্রতিদান দেওয়া
(২৫৬৫) ইবন উমার রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি কেউ তোমাদের কাছে আল্লাহর ওয়াস্তে আশ্রয় প্রার্থনা করে তবে তোমরা তাকে আশ্রয় প্রদান করবে । যদি কেউ তোমাদের কাছে আল্লাহর ওয়াস্তে কিছু প্রার্থনা করে তবে তোমরা তাকে তা প্রদান করবে। যদি কেউ তোমাদের কল্যাণ করে তবে তোমরা তাকে প্রতিদান প্রদান করবে। যদি প্রতিদান প্রদান করতে না পার তবে আল্লাহর কাছে তার জন্য দুআ করবে।
عن ابن عمر رضي الله عنهما مرفوعا: من استعاذكم بالله فأعيذوه ومن سألكم بالله فأعطوه ومن أتى إليكم معروفا فكافئوه فإن لم تجدوا فادعوا الله له.
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ২৫৬৫ | মুসলিম বাংলা