ফিকহুস সুনান ওয়াল আসার

৪১. ওয়াসিয়্যাত ও উত্তরাধিকার সম্পত্তির অধ্যায়

হাদীস নং: ২৫৩৭
ক্রীতদাস উত্তরাধিকার পাবে না
(২৫৩৭) তাবিয়ি শা’বি বলেন, আলী রা. এবং যাইদ ইবন সাবিত রা. বলেন, (উত্তরাধিকার লাভের ক্ষেত্রে) ক্রীতদাসগণ এবং আহলে কিতাবগণ (ইয়াহুদি-খ্রিস্টানগণ) মৃতগণের মতো।
عن الشعبي عن علي وزيد رضي الله عنهما قالا: المملوكون وأهل الكتاب بمنزلة الأموات.
tahqiqতাহকীক:তাহকীক চলমান