ফিকহুস সুনান ওয়াল আসার

৪১. ওয়াসিয়্যাত ও উত্তরাধিকার সম্পত্তির অধ্যায়

হাদীস নং: ২৫৩৮
ওয়াসিয়্যাত ও উত্তরাধিকার সম্পত্তির অধ্যায়
ক্রীতদাস উত্তরাধিকার পাবে না
(২৫৩৮) তাবিয়ি ইবরাহীম নাখয়ি বলেন, আলী রা. ও যাইদ ইবন সাবিত রা. বলেছেন, ক্রীতদাসগণ এবং আহলে কিতাবগণ (ইয়াহুদি খ্রিস্টানগণ) উত্তরাধিকার রোধ করবে না এবং উত্তরাধিকার লাভ করবে না। এবং আব্দুল্লাহ ইবন মাসউদ রা. বলেন, তারা উত্তরাধিকার রোধ করবে, তবে উত্তরাধিকার লাভ করবে না।
كتاب الوصايا و الفرائض
عن إبراهيم أن عليا وزيدا رضي الله عنهما قالا: المملوكين وأهل الكتاب لا يحجبون ولا يرثون وقال عبد الله رضي الله عنهما: يحجبون ولا يرثون.
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ২৫৩৮ | মুসলিম বাংলা