ফিকহুস সুনান ওয়াল আসার
৪১. ওয়াসিয়্যাত ও উত্তরাধিকার সম্পত্তির অধ্যায়
হাদীস নং: ২৫৩৪
যার কোনো উত্তরাধিকারী নেই তার উত্তরাধিকার
(২৫৩৪) আয়িশা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এর একজন আযাদকৃত দাস খেজুর গাছ থেকে পড়ে মৃত্যুবরণ করে। তখন রাসূলুল্লাহ (ﷺ) বলেন, তোমরা দেখো, তার কি কোনো উত্তরাধিকারী আছে? তারা বলেন, না। তিনি বলেন, তাহলে তোমরা তার উত্তরাধিকার তার গ্রামের অধিবাসীদের কাউকে প্রদান করো।
عن عائشة رضي الله عنها أن مولى للنبي صلى الله عليه وسلم وقع من عذق نخلة فمات فقال النبي صلى الله عليه وسلم: أنظروا هل له من وارث؟ قالوا: لا قال: فادفعوه إلى بعض أهل القرية.
হাদীসের ব্যাখ্যা:
গ্রন্থকার বলেন, এ হাদীসের অর্থ এই নয় যে, গ্রামবাসী সম্পত্তির উত্তরাধিকারী হবেন। বরং এর অর্থ হল, উত্তরাধিকারী না থাকাতে সম্পত্তি বাইতুল মাল বা রাষ্ট্রীয় কোষাগারের মালিকানায় চলে যায়। তখন রাসূলুল্লাহ (ﷺ) মৃতের নিকটবর্তী একজন মুসলিমকে বাইতুল মালের পক্ষ থেকে তা প্রদানের সিদ্ধান্ত নেন। আল্লাহই ভালো জানেন।
