ফিকহুস সুনান ওয়াল আসার

৪১. ওয়াসিয়্যাত ও উত্তরাধিকার সম্পত্তির অধ্যায়

হাদীস নং: ২৫৩৫
মুসলিম কাফিরের উত্তরাধিকার পাবে না
(২৫৩৫) উসামা ইবন যাইদ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, মুসলিম কাফিরের উত্তরাধিকার পাবে না এবং কাফির মুসলিমের উত্তরাধিকার পাবে না।
عن أسامة بن زيد رضي الله عنه مرفوعا: لا يرث المسلم الكافر ولا يرث الكافر المسلم.
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
ফিকহুস সুনান - হাদীস নং ২৫৩৫ | মুসলিম বাংলা