ফিকহুস সুনান ওয়াল আসার
৪১. ওয়াসিয়্যাত ও উত্তরাধিকার সম্পত্তির অধ্যায়
হাদীস নং: ২৫৩৩
যার কোনো উত্তরাধিকারী নেই তার উত্তরাধিকার
(২৫৩৩) ইবন আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এর যুগে একব্যক্তি কোনো উত্তরাধিকারী না রেখে মৃত্যুবরণ করে। সে শুধু একটি ক্রীতদাস রেখে গিয়েছিল যাকে সে আযাদ করেছিল। তখন রাসূলুল্লাহ (ﷺ) তার সকল উত্তরাধিকার উক্ত আযাদকৃত দাসকে প্রদান করেন।
عن ابن عباس رضي الله عنهما قال: مات رجل على عهد رسول الله صلى الله عليه وسلم ولم يدع له وارثا إلا عبدا هو أعتقه فدفع النبي صلى الله عليه وسلم ميراثه إليه.
