ফিকহুস সুনান ওয়াল আসার

৪১. ওয়াসিয়্যাত ও উত্তরাধিকার সম্পত্তির অধ্যায়

হাদীস নং: ২৫৩০
নির্ধারিত অংশের উত্তরাধিকারদের দিয়ে শুরু করা ও অবশিষ্ট অংশ আসাবা'কে দেওয়া
(২৫৩০) উমার রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, পুত্র বা পিতা যা লাভ বা অর্জন করবে তা তার আসাবা' বা পিতৃ-বংশের নিকটাত্মীয়গণ লাভ করবে, তারা যারাই হোক।
عن عمر رضي الله عنه مرفوعا: ما أحرز الولد أو الوالد فهو لعصبته من كان.
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ২৫৩০ | মুসলিম বাংলা