ফিকহুস সুনান ওয়াল আসার

৪১. ওয়াসিয়্যাত ও উত্তরাধিকার সম্পত্তির অধ্যায়

হাদীস নং: ২৫২৯
নির্ধারিত অংশের উত্তরাধিকারদের দিয়ে শুরু করা ও অবশিষ্ট অংশ আসাবা'কে দেওয়া
(২৫২৯) ইবন আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, উত্তরাধিকারের নির্ধারিত অংশসমূহ পাওনাদারদের প্রদান করো। এরপর যা অবশিষ্ট থাকবে তা নিকটতম পুরুষ ব্যক্তির।
عن ابن عباس رضي الله عنهما مرفوعا: ألحقوا الفرائض بأهلها فما بقي فهو لأولى رجل ذكر.
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)