ফিকহুস সুনান ওয়াল আসার

৪১. ওয়াসিয়্যাত ও উত্তরাধিকার সম্পত্তির অধ্যায়

হাদীস নং: ২৫২৮
উত্তরাধিকার আইন শিক্ষার মর্যাদা
(২৫২৮) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা উত্তরাধিকার আইন শিক্ষা করো এবং তা শিক্ষা দাও; কারণ তা হল ইলমের অর্ধেক।
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: تعلموا الفرائض وعلموها فإنه نصف العلم.
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ২৫২৮ | মুসলিম বাংলা