ফিকহুস সুনান ওয়াল আসার
৪১. ওয়াসিয়্যাত ও উত্তরাধিকার সম্পত্তির অধ্যায়
হাদীস নং: ২৫৩১
নির্ধারিত অংশের উত্তরাধিকারদের দিয়ে শুরু করা ও অবশিষ্ট অংশ আসাবা'কে দেওয়া
(২৫৩১) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, শিশু যদি জন্মগ্রহণের পরে ক্রন্দন করে তবে তাকে উত্তরাধিকার প্রদান করতে হবে।
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: إذا استهل المولود ورث.
