ফিকহুস সুনান ওয়াল আসার

৪০. অপরাধ ও সাজার অধ্যায়

হাদীস নং: ২৫০৫
অপরাধ ও সাজার অধ্যায়
ক্ষতি নেই ও পারস্পরিক ক্ষতি নেই
(২৫০৫) ইবন আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, কারো ক্ষতি করা যাবে না এবং পারস্পরিক ক্ষতি করা যাবে না।
كتاب الجنايات
عن ابن عباس رضي الله عنه مرفوعا: لا ضرر ولا ضرار.
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ২৫০৫ | মুসলিম বাংলা