ফিকহুস সুনান ওয়াল আসার

৪০. অপরাধ ও সাজার অধ্যায়

হাদীস নং: ২৫০৪
মৃত্যুত্তোর বিমুক্ত দাসের অপরাধ
(২৫০৪) আবু উবাইদাহ ইবনুল জাররাহ রা. বলেন, মৃত্যুত্তোর বিমুক্ত বা মালিকের মৃত্যুর পরে আযাদির জন্য নির্ধারিত দাসের অপরাধের ক্ষতিপূরণের দায়িত্ব তার মালিকের।
عن أبي عبيدة رضي الله عنه قال: جناية المدبر على مولاه.
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ২৫০৪ | মুসলিম বাংলা