ফিকহুস সুনান ওয়াল আসার
৪০. অপরাধ ও সাজার অধ্যায়
হাদীস নং: ২৫০৬
ক্ষতি নেই ও পারস্পরিক ক্ষতি নেই
(২৫০৬) আবু সায়ীদ খুদরি রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, কারো ক্ষতি করা যাবে না এবং পারস্পরিক ক্ষতি করা যাবে না। যে ব্যক্তি অন্য কারো ক্ষতি করবে আল্লাহ তার ক্ষতি করবেন। আর যে ব্যক্তি কাউকে কষ্ট দিবে আল্লাহ তার কষ্ট দিবেন)।
عن أبي سعيد الخدري رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: لا ضرر ولا ضرار من ضار ضاره الله ومن شاق شاق الله عليه.
