ফিকহুস সুনান ওয়াল আসার
৪০. অপরাধ ও সাজার অধ্যায়
হাদীস নং: ২৫০০
অপরাধ ও সাজার অধ্যায়
বদলা বা শাস্তি বহির্ভূত আঘাত-ক্ষত
(২৫০০) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, চতুষ্পদ জন্তুর পদাঘাত বদলা বা শাস্তি বহির্ভূত।
كتاب الجنايات
عن أبي هريرة رضي الله عنه مرفوعا : الرجل جبار
হাদীসের তাখরীজ (সূত্র):
(আবু দাউদ ।** মুহাম্মাদ তার ‘আসার' গ্রন্থে অনুরূপ হাদীস তাবিয়ি ইবরাহীম নাখয়ির সূত্রে রাসূলুল্লাহ (ﷺ) থেকে সঙ্কলন করেছেন। হাদীসটি মুরসাল সহীহ)। [সুনান আবু দাউদ, হাদীস-৪৫৯২; মুসনাদ বাযযার, হাদীস-৭৭৯৯]
** [গ্রন্থকার টীকায় বলেন, হাদীসটির সনদের শুদ্ধতার বিষয়ে আপত্তি রয়েছে। ইবনুল আসীর, ইবন হাজার, আলবানি, শুআইব আরনাউত প্রমুখ মুহাদ্দিস দুর্বল বলেছেন। হাদীসটি যুহরি থেকে বর্ণনা করেছেন সুফয়ান ইবন হুসাইন। মুহাদ্দিসগণ বলেন, যুহরি থেকে সুফয়ান ইবন হুসাইনের বর্ণনা দুর্বল । দেখুন: যাহাবি, মীযানুল ই'তিদাল ২/১৬৫। -সম্পাদক]
** [গ্রন্থকার টীকায় বলেন, হাদীসটির সনদের শুদ্ধতার বিষয়ে আপত্তি রয়েছে। ইবনুল আসীর, ইবন হাজার, আলবানি, শুআইব আরনাউত প্রমুখ মুহাদ্দিস দুর্বল বলেছেন। হাদীসটি যুহরি থেকে বর্ণনা করেছেন সুফয়ান ইবন হুসাইন। মুহাদ্দিসগণ বলেন, যুহরি থেকে সুফয়ান ইবন হুসাইনের বর্ণনা দুর্বল । দেখুন: যাহাবি, মীযানুল ই'তিদাল ২/১৬৫। -সম্পাদক]