ফিকহুস সুনান ওয়াল আসার

৪০. অপরাধ ও সাজার অধ্যায়

হাদীস নং: ২৫০১
অপরাধ ও সাজার অধ্যায়
পশুর চক্ষুর দিয়াত
(২৫০১) উমার রা. বলেন, চতুষ্পদ প্রাণির চক্ষুর ক্ষেত্রে প্রাণিটির মূল্যের একচতুর্থাংশ দিয়াত দিতে হবে।
كتاب الجنايات
عن عمر رضي الله عنه قال: في عين الدابة ربع ثمنها.

হাদীসের তাখরীজ (সূত্র):

(ইবন আবী শাইবা সহীহ সনদে)। [মুসান্নাফ ইবন আবী শাইবা, হাদীস-২৭৩৯৩, ২৭৩৯৯; মুসান্নাফ আব্দুর রাযযাক, হাদীস-১৭৭৪৮, ১৮৪১৮, ১৮৪১৯]
tahqiqতাহকীক:তাহকীক চলমান