ফিকহুস সুনান ওয়াল আসার

৪০. অপরাধ ও সাজার অধ্যায়

হাদীস নং: ২৪৯৯
বদলা বা শাস্তি বহির্ভূত আঘাত-ক্ষত
(২৪৯৯) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, চতুষ্পদ প্রাণির আঘাত বদলা বা শাস্তি বহির্ভূত, কূপ শাস্তি বা বদলা বহির্ভূত (একজনের কূপের মধ্যে পড়ে অন্য কেউ আহত-নিহত হলে কূপমালিক শাস্তি পাবে না), খনি শাস্তি বা বদলা বহির্ভূত (নিজ মালিকানায় খনন করা খনির মধ্যে অন্য কেউ পড়লে তাতে খনি-মালিকের শাস্তি হবে না) এবং গুপ্তধনের ক্ষেত্রে এক পঞ্চমাংশ প্রদান করতে হবে।
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: العجماء جرحها جبار والبئر جبار والمعدن جبار وفي الركاز الخمس.
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
ফিকহুস সুনান - হাদীস নং ২৪৯৯ | মুসলিম বাংলা