ফিকহুস সুনান ওয়াল আসার
৪০. অপরাধ ও সাজার অধ্যায়
হাদীস নং: ২৪৯৬
অপরাধ ও সাজার অধ্যায়
গর্ভপাত বা ভ্রুণ হত্যার দিয়াত
(২৪৯৬) তাবিয়ি শা'বি বলেন, এইরূপ দিয়াত হল ৫০০ দিরহাম। কাতাদা বলেন, এইরূপ দিয়াত ৫০ দীনার।
كتاب الجنايات
عن الشعبي قال: الغرة خمسمائة وعن قتادة قال: الغرة خمسون دينارا.
হাদীসের তাখরীজ (সূত্র):
(ইবরাহীম হারবি সহীহ সনদে)।** [সুনান আবু দাউদ, হাদীস-৪৫৮০; মুসান্নাফ ইবন আবী শাইবা, হাদীস-২৭২৮৩; মুসান্নাফ আব্দুর রাযযাক, হাদীস-১৮৩৫৭; যাইলায়ি, নাসবুর রায়াহ ৪/৩৮২]
** [ইবন হাজার বলেন, শা'বি থেকে ইবরাহীম হারবির বর্ণনার সনদ সহীহ। দেখুন: আদ দিরায়াহ ২/২৮১। -সম্পাদক]
** [ইবন হাজার বলেন, শা'বি থেকে ইবরাহীম হারবির বর্ণনার সনদ সহীহ। দেখুন: আদ দিরায়াহ ২/২৮১। -সম্পাদক]