ফিকহুস সুনান ওয়াল আসার

৪০. অপরাধ ও সাজার অধ্যায়

হাদীস নং: ২৪৯৭
গর্ভপাত বা ভ্রুণ হত্যার দিয়াত
(২৪৯৭) ইবন আব্বাস রা. বলেন, উমার রা. ভ্রুণ বিষয়ে রাসূলুল্লাহ (ﷺ) এর বিচার সম্পর্কে প্রশ্ন করেন । তখন হামাল ইবন মালিক ইবন নাবিগা উঠে বলেন, আমি দুজন মহিলার মাঝে ছিলাম তাদের একজন অন্যজনকে তাঁবুর একটি খুঁটি দিয়ে আঘাত করে এবং উক্ত মহিলা ও তার গর্ভের সন্তানকে হত্যা করে । তখন রাসূলুল্লাহ (ﷺ) গর্ভস্থ সন্তান হত্যার কারণে দিয়াতের দশভাগের বা বিশভাগের একভাগ (একটি ক্রীতদাস বা দাসী) দিয়াত প্রদানের নির্দেশ দেন এবং মহিলাটির হত্যার কারণে উক্ত ঘাতক মহিলাকে মৃত্যুদণ্ড প্রদানের নির্দেশ দেন।
عن ابن عباس عن عمر رضي الله عنهما أنه سأل عن قضية النّبي صلى الله عليه وسلم في الجنين فقام حمل بن مالك بن النابغة فقال: كنتُ بين امرأتين فضربت إحداهما الأخرى بمسطح فقتلتها وجنينها فقضى رسول الله صلى الله عليه وسلم في جنينها بغرة وأن تقتل.
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ২৪৯৭ | মুসলিম বাংলা