ফিকহুস সুনান ওয়াল আসার

৪০. অপরাধ ও সাজার অধ্যায়

হাদীস নং: ২৪৯৬
গর্ভপাত বা ভ্রুণ হত্যার দিয়াত
(২৪৯৬) তাবিয়ি শা'বি বলেন, এইরূপ দিয়াত হল ৫০০ দিরহাম। কাতাদা বলেন, এইরূপ দিয়াত ৫০ দীনার।
عن الشعبي قال: الغرة خمسمائة وعن قتادة قال: الغرة خمسون دينارا.
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ২৪৯৬ | মুসলিম বাংলা