ফিকহুস সুনান ওয়াল আসার

৪০. অপরাধ ও সাজার অধ্যায়

হাদীস নং: ২৪৯৫
অপরাধ ও সাজার অধ্যায়
গর্ভপাত বা ভ্রুণ হত্যার দিয়াত
(২৪৯৫) আবুল মালীহ হুযালি তার পিতা থেকে অনুরূপ ঘটনা বর্ণনা করে বলেন, রাসূলুল্লাহ (ﷺ) উক্ত মৃত শিশুটির বিষয়ে বলেন, এর জন্য একটি ক্রীতদাস বা দাসী দিয়াত প্রদান করতে হবে। অথবা ৫০০ (রৌপ্যমুদ্রা), অথবা একটি ঘোড়া, অথবা ১২০টি মেষ।
كتاب الجنايات
عن أبي المليح الهذلي عن أبيه مرفوعا في قصة نحوها: فيه غرة عبدا أو أمة أو خمسمائة أو فرس أو عشرون ومائة شاة.
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ২৪৯৫ | মুসলিম বাংলা