ফিকহুস সুনান ওয়াল আসার

৪০. অপরাধ ও সাজার অধ্যায়

হাদীস নং: ২৪৯১
অপরাধ ও সাজার অধ্যায়
আঘাতের ক্ষত ভালো না হওয়া পর্যন্ত বদলা নেওয়া হবে না
(২৪৯১) জাবির রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, সুস্থ না হওয়া পর্যন্ত ক্ষতের বা আঘাতের জন্য বদলা নেওয়া হবে না।
كتاب الجنايات
عن جابر رضي الله عنه مرفوعا: لا يستقاد من الجرح حتى يبراً.

হাদীসের তাখরীজ (সূত্র):

(তাহাবি চলনসই সনদে । ইবন আবী শাইবাও অনুরূপ হাদীস সঙ্কলন করেছেন এবং ইবন হাযম হাদীসটিকে সহীহ বলেছেন । আহমাদ ও দারাকুতনি অনুরূপ একটি হাদীস আমর ইবন শুআইব থেকে তার পিতা থেকে তার দাদা থেকে সঙ্কলন করেছেন । হাফিয ইবন হাজার আসকালানি হাদীসটি মুরসাল বলে উল্লেখ করেছেন)। [তাহাবি, শারহু মাআনিল আসার, হাদীস-৫০২৮; তাবারানি, আল মু'জামুল আওসাত, হাদীস-১২৬]
tahqiqতাহকীক:তাহকীক চলমান