ফিকহুস সুনান ওয়াল আসার

৪০. অপরাধ ও সাজার অধ্যায়

হাদীস নং: ২৪৯০
অস্থি-প্রকাশকারী ক্ষতের চেয়ে কম ক্ষতের ক্ষেত্রে বদলা নেই
(২৪৯০) ইমাম মালিক বলেন, আমরা প্রাচীন বা সমকালীন কোনো ইমাম বা রাষ্ট্রপ্রধানের বিষয়ে জানতে পারি নি যে, তিনি অস্থি-প্রকাশক ক্ষতের চেয়ে কম ক্ষতের জন্য কোনোরূপ দিয়াতের বিধান দিয়েছেন।
عن مالك قال: لم نعلم أحدا من الأئمة في القديم ولا الحديث قضى فيما دون الموضحة بشيء.
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ২৪৯০ | মুসলিম বাংলা