ফিকহুস সুনান ওয়াল আসার

৪০. অপরাধ ও সাজার অধ্যায়

হাদীস নং: ২৪৯২
অপরাধ ও সাজার অধ্যায়
যে দিয়াতের ক্ষেত্রে আত্মীয়দের দিয়াত প্রদানের দায়িত্ব থাকে না
(২৪৯২) ইবন আব্বাস রা. বলেন, ইচ্ছাকৃত হত্যার দিয়াত, উভয়পক্ষের সম্মতিতে সম্পাদিত সন্ধির কারণে প্রদেয় দিয়াত, স্বীকারোক্তির কারণে প্রদেয় দিয়াত ও ক্রীতদাসের অপরাধে প্রদেয় দিয়াত আত্মীয়গণ প্রদান করবে না।
كتاب الجنايات
عن ابن عباس رضي الله عنهما قال: لا تعقل العاقلة عمدا ولا صلحا ولا اعترافا ولا ما جنى المملوك.

হাদীসের তাখরীজ (সূত্র):

(মুহাম্মাদ তার ‘মুআত্তা' গ্রন্থে। সনদের বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য) । [মুআত্তা মুহাম্মাদ, হাদীস-৬৬৬; বাইহাকি, আস সুনানুল কুবরা, হাদীস-১৬৩৬১]
tahqiqতাহকীক:তাহকীক চলমান