ফিকহুস সুনান ওয়াল আসার

৪০. অপরাধ ও সাজার অধ্যায়

হাদীস নং: ২৪৮৯
অপরাধ ও সাজার অধ্যায়
অস্থি-প্রকাশকারী ক্ষতের চেয়ে কম ক্ষতের ক্ষেত্রে বদলা নেই
(২৪৮৯) উমার রা. ও মুআয রা. থেকে বর্ণিত, তারা অস্থি-প্রকাশকারী ক্ষতের চেয়ে কম ক্ষত বা আঘাতের ক্ষেত্রে চিকিৎসা খরচ প্রদানের ফয়সালা দিয়েছেন।
كتاب الجنايات
عن معاذ وعمر رضي الله عنهما أنهما جعلا فيما دون الموضحة أجر الطبيب.

হাদীসের তাখরীজ (সূত্র):

[বাইহাকি, আস সুনানুল কুবরা, হাদীস-১৬২১০; মুসান্নাফ ইবন আবী শাইবা, হাদীস-২৬৮২২]
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ২৪৮৯ | মুসলিম বাংলা