ফিকহুস সুনান ওয়াল আসার
৪০. অপরাধ ও সাজার অধ্যায়
হাদীস নং: ২৪৮৮
অস্থি-প্রকাশকারী ক্ষতের চেয়ে কম ক্ষতের ক্ষেত্রে বদলা নেই
(২৪৮৮) তাবিয়ি খলীফা উমার ইবন আব্দুল আযীয বলেন, অস্থি প্রকাশকারী ক্ষতের চেয়ে কম আঘাত ও ক্ষতের ক্ষেত্রে সালিস বা সন্ধির মাধ্যমে ফয়সালা করতে হবে।
عن عمر بن عبد العزيز أن ما دون الموضحة خدوش فيها صلح
