ফিকহুস সুনান ওয়াল আসার
৪০. অপরাধ ও সাজার অধ্যায়
হাদীস নং: ২৪৮৭
 অপরাধ ও সাজার অধ্যায়
অস্থি-প্রকাশকারী ক্ষতের চেয়ে কম ক্ষতের ক্ষেত্রে বদলা নেই
(২৪৮৭) ইবন শিহাব যুহরি, রাবীআহ, আবুয যিনাদ ও ইসহাক ইবন আব্দুল্লাহ চারজন তাবিয়ি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) অস্থি-প্রকাশকারী ক্ষত বা হাড় বের করা আঘাতের কম আঘাত বা ক্ষতের ক্ষেত্রে কোনো দিয়াতের ফয়সালা প্রদান করেন নি। এর চেয়ে কম সামান্য আঘাত মুসলিমদের মধ্যে ক্ষমার পর্যায়ে রেখেছেন।
كتاب الجنايات
عن ابن شهاب وربيعة وأبي الزناد وإسحاق بن عبد الله أن رسول الله صلى الله عليه وسلم لم يعقل ما دون الموضحة وجعل ما دون الموضحة عفوا بين المسلمين.