ফিকহুস সুনান ওয়াল আসার
৪০. অপরাধ ও সাজার অধ্যায়
হাদীস নং: ২৪৭৫
প্রায়-ইচ্ছাকৃত হত্যার দিয়াত ও অঙ্গহানি ও অন্যান্য আঘাতের দিয়াত
(২৪৭৫) আবু বাকর ইবন মুহাম্মাদ ইবন আমর ইবন হাযম তার পিতা থেকে, তিনি তার দাদা থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ (ﷺ) ইয়ামানবাসীদের নিকট একটি পত্র লিখেন, যে পত্রের মধ্যে ফরয ও সুন্নত কর্মসমূহ এবং দিয়াত বা রক্তমূল্যের বিবরণ ছিল। তিনি আমর ইবন হাযম রার মাধ্যমে চিঠিটি ইয়ামানবাসীদের নিকট প্রেরণ করেন। উক্ত চিঠিতে ছিল: যদি কেউ আইনানুগ অধিকার ছাড়া কোনো মুমিনকে হত্যা করেছে বলে প্রমাণিত হয় তবে তার শাস্তি মৃত্যুদণ্ড, কিন্তু যদি নিহতের অভিভাবকগণ দিয়াত গ্রহণে সম্মত হয় (তবে মৃত্যুদণ্ডের পরিবর্তে দিয়াত দিতে হবে)। প্রাণহানীর ক্ষেত্রে দিয়াত হল, একশত উট। নাক কাটলে তার জন্য দিয়াত, জিহ্বার জন্য দিয়াত, ওষ্ঠদ্বয়ের জন্য দিয়াত, অণ্ডকোষের জন্য দিয়াত, পুরুষাঙ্গের জন্য দিয়াত, মেরুদণ্ডের জন্য দিয়াত এবং চক্ষুদ্বয়ের জন্য দিয়াত দিতে হবে (পূর্ণ দিয়াত দিতে হবে)। এক পায়ের জন্য অর্ধ-দিয়াত, মস্তকের ক্ষত মগজের পর্দা স্পর্শ করলে তাতে একতৃতীয়াংশ দিয়াত, পেটের ক্ষত পেটের অভ্যন্তরে পৌছলে তাতে একতৃতীয়াংশ দিয়াত দিতে হবে। অস্থিচূর্ণকারী আঘাতের জন্য ১৫টি উট, হাত ও পায়ের প্রত্যেক আঙুলের জন্য ১০টি উট, দাঁতের জন্য ৫টি উট, অস্থি-প্রকাশকারী ক্ষতের জন্য ৫টি উট দিয়াত দিতে হবে। নারী হত্যার জন্য পুরুষের মৃত্যুদণ্ড হবে। স্বর্ণের মালিকগণের উপরে (স্বর্ণ দ্বারা দিয়াত দিলে) দিয়াতের পরিমাণ হবে এক হাজার দীনার।
عن أبي بكر بن محمد بن عمرو بن حزم عن أبيه عن جده أنّ رسول الله صلى الله عليه وسلم كتب إلى أهل اليمن بكتاب فيه الفرائض والسنن والديات وبعث به مع عمرو بن حزم كان في كتابه: أن من اعتبط مؤمنا قتلا عن بينة فإنه (قله) قود إلا أن يرضى أولياء المقتول وأن في النفس الدية مائة من الإبل وفي الأنف الذي جدعه الدية وفي اللسان الدية وفي الشفتين الدية وفي البيضتين الدية وفي الذكر الدية وفي الصلب الدية وفي العينين الدية وفي الرجل الواحد نصف الدية وفي المأمومة ثلث الدية وفي الجائفة ثلث الدية وفي المنقلة خمس عشرة من الإبل وفي كل إصبع من الأصابع من اليد والرجل عشر من الإبل وفي السن خمس من الإبل وفي الموضحة خمس من الإبل وأن الرجل يقتل بالمرأة وعلى أهل الذهب ألف دينار.
