ফিকহুস সুনান ওয়াল আসার

৪০. অপরাধ ও সাজার অধ্যায়

হাদীস নং: ২৪৭৪
তরবারি ছাড়া মৃত্যুদণ্ড প্রদান করা হবে না
(২৪৭৪) আবু বাকরাহ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তরবারি ছাড়া কোনো মৃত্যুদণ্ড প্রদান করা হবে না।
عن أبي بكرة رضي الله عنهما مرفوعا: لا قود إلا بالسيف.

হাদীসের ব্যাখ্যা:

গ্রন্থকার বলেন, এই হাদীস থেকে জানা যায় যে, হত্যাকারী যেভাবেই হত্যা করুক, ইচ্ছাকৃত হত্যা প্রমাণিত হলে তাকে তরবারির মাধ্যমে শিরশ্ছেদ করে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। কিন্তু এর বিপরীতে কোনো কোনো হাদীসে বর্ণিত হয়েছে যে, হত্যাকারী যেভাবে হত্যা করেছে, সেভাবে হত্যা করে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। যেমন একজন ইয়াহুদি একজন মহিলাকে মাথায় পাথর দিয়ে গুড়িয়ে হত্যা করে। প্রমাণিত হওয়ার পরে রাসূলুল্লাহ (ﷺ) এর নির্দেশে উক্ত ইয়াহুদির মাথা পাথর দিয়ে গুড়িয়ে মৃত্যুদণ্ড প্রদান করা হয়। বুখারি ও মুসলিম হাদীসটি সঙ্কলন করেছেন। সম্ভবত এইরূপ বদলার নিয়ম প্রথমে চালু ছিল, পরে তরবারির মাধ্যমে মৃত্যুদণ্ডের বিধান প্রদান করেন। অথবা বিশেষ পরিস্থিতে রাষ্ট্র পরিচালনার কৌশল হিসেবে তিনি তা করেছিলেন। আল্লাহই ভালো জানেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ২৪৭৪ | মুসলিম বাংলা