ফিকহুস সুনান ওয়াল আসার
৪০. অপরাধ ও সাজার অধ্যায়
হাদীস নং: ২৪৭৬
প্রায়-ইচ্ছাকৃত হত্যার দিয়াত ও অঙ্গহানি ও অন্যান্য আঘাতের দিয়াত
(২৪৭৬) উমার রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রৌপ্যের মালিকগণের উপর (রৌপ্য দ্বারা দিয়াত পরিশোধ করলে) দিয়াতের পরিমাণ দশহাজার দিরহাম। স্বর্ণের মালিকগণের উপর (স্বর্ণ দ্বারা দিয়াত পরিশোধ করলে) দিয়াতের পরিমাণ একহাজার দীনার। গরু মালিকগণের উপর (গরু দিয়ে দিয়াত পরিশোধ করলে) দিয়াতের পরিমাণ দুইশত গরু । উটের মালিকগণের উপর (উট দিয়ে দিয়াত পরিশোধ করলে) দিয়াতের পরিমাণ একশত উট । মেষ-মালিকদের উপর (মেষ দ্বারা দিয়াত পরিশোধ করলে) দিয়াতের পরিমাণ দুইহাজার মেষ/ভেড়ি। পোশাকের মালিকদের উপর (পোশাক দিয়ে দিয়াত পরিশোধ করলে) দিয়াতের পরিমাণ দুইশত জোড়া পোশাক।
عن عمر رضي الله عنه قال: على أهل الورق من الدية عشرة آلاف درهم وعلى أهل الذهب ألف دينار وعلى أهل البقر مائتا بقرة وعلى أهل الإبل مائة من الإبل وعلى أهل الغنم ألفا شاة وعلى أهل الحلل مائتا لحلة.
