ফিকহুস সুনান ওয়াল আসার

৪০. অপরাধ ও সাজার অধ্যায়

হাদীস নং: ২৪৭১
উভয় পক্ষের সম্মতিতে মৃত্যুদণ্ডের পরিবর্তে দিয়াত প্রদান করা যাবে
(২৪৭১) আবু হুরাইরা রা. থেকে বর্ণিত, (একটি দীর্ঘ হাদীসের মধ্যে) তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেন, যদি কারো কেউ নিহত হয় তবে দুইটি বিষয়ের যাকে উত্তম মনে করবে তা গ্রহণ করবে: ১. হয় সে ক্ষতিপূরণ হিসেবে দিয়াত বা রক্তমূল্য গ্রহণ করবে, ২. নতুবা সে বদলা হিসেবে মৃত্যুদণ্ড দাবি করবে।
عن أبي هريرة رضي الله عنه مرفوعا في حديث طويل: من قتل له قتيل فهو بخير النظرين إما أن يفدى وإما أن يقيد.

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীস থেকে বোঝা যায় যে, ইচ্ছাকৃত হত্যা প্রমাণিত হলে দিয়াত অথবা মৃত্যুদণ্ড উভয়ের একটি গ্রহণ করার এখতিয়ার শুধু নিহতের অভিভাবকগণের । তারা যা দাবি করবেন হত্যাকারী তা মেনে নিতে বাধ্য। এক্ষেত্রে হত্যাকারীর ইচ্ছা বা অনিচ্ছার কোনো মূল্য নেই । অনেক ফকীহ এই মত পোষণ করেছেন । অন্যান্য ফকীহ বলেছেন, দিয়াতের ক্ষেত্রে হত্যাকারীর সম্মতি লাগবে । হত্যাকারী যদি বলে যে, আমি দিয়াত না দিয়ে মৃত্যুদণ্ড গ্রহণ করব তবে তার উপর দিয়াত চাপিয়ে দেওয়া যাবে না। এই মতের পক্ষে গ্রন্থকার বলেন, এ হাদীসের ব্যাখ্যা হল, যদি হত্যাকারী মৃত্যুদণ্ডের বদলে দিয়াত প্রদানে সম্মত হয় তবেই শুধু নিহত ব্যক্তির অভিভাবক দিয়াত গ্রহণ করতে পারবে । কারণ আল্লাহ কুরআনে বলেছেন: كتب عليكم القصاص‘তোমাদের উপর হত্যার বদলে মৃত্যুদণ্ড লিপিবদ্ধ করা হয়েছে'।** রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, 'যদি কেউ ইচ্ছাকৃতভাবে হত্যা করে তবে তাকে মৃত্যুদণ্ড প্রদান করতে হবে' । এথেকে বোঝা যায় যে, ইচ্ছাকৃত হত্যার ক্ষেত্রে নির্ধারিত শাস্তি হল মৃত্যুদণ্ড। হত্যাকারীর সম্মতি সাপেক্ষ সন্ধির ভিত্তিতেই শুধু মৃত্যুদণ্ডের পরিবর্তে দিয়াত গ্রহণ করা যাবে । আল্লাহই ভালো জানেন।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
ফিকহুস সুনান - হাদীস নং ২৪৭১ | মুসলিম বাংলা