ফিকহুস সুনান ওয়াল আসার

৪০. অপরাধ ও সাজার অধ্যায়

হাদীস নং: ২৪৭২
অপরাধ ও সাজার অধ্যায়
মুসলিমদের বিরুদ্ধে তরবারি উঠানো
(২৪৭২) ইবনু যুবাইর রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি কেউ তার তরবারি প্রদর্শন করার পরে আবার তা রেখে দেয় তবুও তার রক্তপাত বৈধ হয়ে যাবে।
كتاب الجنايات
عن ابن الزبير رضى الله عنه مرفوعا: من شهر سيفه ثم وضعه فدمه هدر.
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ২৪৭২ | মুসলিম বাংলা