ফিকহুস সুনান ওয়াল আসার

৪০. অপরাধ ও সাজার অধ্যায়

হাদীস নং: ২৪৭০
চোখের বদলা চোখ
(২৪৭০) তাবিয়ি হাকাম ইবন উতাইবাহ বলেন, একব্যক্তি চড় মেরে অন্য ব্যক্তির দৃষ্টি শক্তি নষ্ট করে দেয়, কিন্তু চক্ষুটি অক্ষত থাকে । তখন বিচারকগণ তার বদলা নেওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু কীভাবে চক্ষু অক্ষত রেখে দৃষ্টি শক্তি নষ্ট করবেন তা বুঝতে পারেন না। তখন আলী রা. সেখানে আগমন করেন । তার নির্দেশে তার মুখমণ্ডলের উপর তুলা (বা সুতি কাপড়) রেখে তার মুখটি সূর্যের দিকে ফেরানো হয় এবং একটি আয়না তার চোখের নিকটে স্থাপন করা হয়। এতে তার দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যায়, কিন্তু চক্ষুটি অক্ষত থাকে।
عن الحكم بن عتيبة قال: لطم رجل رجلا فذهب بصره وعينه قائمة فأرادوا أن يقيدوه منه فأعيا عليهم فأتاهم علي رضي الله عنه فأمر به فجعل على وجهه كرسف ثم استقبل به الشمس وأدنى من عينه مرآة فالتمع بصره وعينه قائمة.
tahqiqতাহকীক:তাহকীক চলমান