ফিকহুস সুনান ওয়াল আসার
৩৯. বন্ধক রাখার অধ্যায়
হাদীস নং: ২৪৫৫
বন্ধককৃত দ্রব্য ব্যবহার করা
(২৪৫৫) আবু হুরাইরা রা: বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, বাহন যদি বন্ধক রাখা হয় তবে খরচের বিনিময়ে তার পিঠে আরোহণ করা যাবে। পশু যদি বন্ধক রাখা হয় তবে তার স্তনের দুধ পান করা যাবে খরচের বিনিময়ে । যে ব্যক্তি আরোহণ করবে এবং পান করবে তাকেই খরচ দিতে হবে।
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: الظهر (الرهن) يركب بنفقته إذا كان مرهونا ولبن الدر يشرب بنفقته إذا كان مرهونا وعلى الذي يركب ويشرب النفقة... فعلى المرتهن علفها.
হাদীসের ব্যাখ্যা:
গ্রন্থকার বলেন, এর ব্যাখ্যা হল, যদি বন্ধকদাতা অনুমতি প্রদান করেন তবে বন্ধকগ্রহণকারী এভাবে খরচের বিনিময়ে বন্ধককৃত পশু ব্যবহার করতে পারবে, তবে এভাবে ব্যবহারের অনুমতি প্রদান বন্ধকের শর্ত করা যাবে না।
