ফিকহুস সুনান ওয়াল আসার

৩৯. বন্ধক রাখার অধ্যায়

হাদীস নং: ২৪৫৫
বন্ধককৃত দ্রব্য ব্যবহার করা
(২৪৫৫) আবু হুরাইরা রা: বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, বাহন যদি বন্ধক রাখা হয় তবে খরচের বিনিময়ে তার পিঠে আরোহণ করা যাবে। পশু যদি বন্ধক রাখা হয় তবে তার স্তনের দুধ পান করা যাবে খরচের বিনিময়ে । যে ব্যক্তি আরোহণ করবে এবং পান করবে তাকেই খরচ দিতে হবে।
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: الظهر (الرهن) يركب بنفقته إذا كان مرهونا ولبن الدر يشرب بنفقته إذا كان مرهونا وعلى الذي يركب ويشرب النفقة... فعلى المرتهن علفها.

হাদীসের ব্যাখ্যা:

গ্রন্থকার বলেন, এর ব্যাখ্যা হল, যদি বন্ধকদাতা অনুমতি প্রদান করেন তবে বন্ধকগ্রহণকারী এভাবে খরচের বিনিময়ে বন্ধককৃত পশু ব্যবহার করতে পারবে, তবে এভাবে ব্যবহারের অনুমতি প্রদান বন্ধকের শর্ত করা যাবে না।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
ফিকহুস সুনান - হাদীস নং ২৪৫৫ | মুসলিম বাংলা