ফিকহুস সুনান ওয়াল আসার

৩৯. বন্ধক রাখার অধ্যায়

হাদীস নং: ২৪৫৬
বন্ধককৃত দ্রব্য ব্যবহার করা
(২৪৫৬) ইবন উমার রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, কোনো ব্যক্তি অন্য ব্যক্তির পালিত পশুর দুধ তার অনুমতি ব্যতিরেকে দোহন করবে না।**
عن ابن عمر رضي الله عنهما مرفوعا: لا يخلين أحد ماشية امرئ بغير إذنه.
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
ফিকহুস সুনান - হাদীস নং ২৪৫৬ | মুসলিম বাংলা