ফিকহুস সুনান ওয়াল আসার
৩৭. হালাল-হারাম পানীয়
হাদীস নং: ২৪৩৬
পাত্রের মধ্যে পানীয়
(২৪৩৬) বুরাইদা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আমি তোমাদেরকে বিভিন্ন পাত্রের ব্যবহার নিষেধ করেছিলাম। কোনো পাত্র কোনো পানীয় হালাল করে না এবং হারামও করে না। আর সকল মাদকদ্রব্যই হারাম । অন্য বর্ণনায় তিনি বলেন, আমি তোমাদেরকে চামড়ার পাত্রে পানীয় রেখে পান করতে নিষেধ করেছিলাম। তোমরা সকল পাত্রেই পানি পান করতে পার। তবে তোমরা মাদকতা সৃষ্টিকারী কোনো পানীয় পান করবে না।
عن بريدة رضي الله عنه مرفوعا: نهيتكم عن الظروف وإنّ الظروف لا يحل شيئا ولا يحرمه وكل مسكر حرام ... كنت نهيتكم عن الأشربة في ظروف الأدم فاشربوا في كل وعاء غير أن لا تشربوا مسكرا.
