ফিকহুস সুনান ওয়াল আসার

৩৭. হালাল-হারাম পানীয়

হাদীস নং: ২৪৩৫
মদের উপাদান, সকল মাদকদ্রব্য হারাম, বেশীতে মাদকতা আসলে কমও হারাম
(২৪৩৫) উম্মু সালামা রা. বলেন, মাদকতা সৃষ্টিকারী সকল দ্রব্য এবং অবসন্নতা-নিস্পৃহতা সৃষ্টিকারী সকল দ্রব্য রাসূলুল্লাহ (ﷺ) হারাম করেছেন।
عن أم سلمة رضي الله عنها قالت: نهى رسول الله صلى الله عليه وسلم عن كل مسكر ومفتر.
tahqiqতাহকীক:তাহকীক চলমান