ফিকহুস সুনান ওয়াল আসার

৩৭. হালাল-হারাম পানীয়

হাদীস নং: ২৪৩৭
নাবীয** অর্থাৎ খাদ্যশস্য বা ফলের রস ও প্রাসঙ্গিক বিধানাবলি
(২৪৩৭) জাবির রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) কিশমিশ, খুরমা খেজুর, কাঁচা খেজুর ও গাছ পাকা খেজুর থেকে নিষেধ করেছেন (অর্থাৎ এ সকল ফল পানিতে ভিজিয়ে নাবীয বা পানীয় তৈরী করতে নিষেধ করেছেন)।
عن جابر رضي الله عنه يقول: نهى النبي صلى الله عليه وسلم عن الزبيب والتمر والبسر والرطب.

হাদীসের ব্যাখ্যা:

গ্রন্থকার বলেন, সম্ভবত এই নিষেধাজ্ঞা ছিল মদের নিষেধাজ্ঞা জারির প্রথম দিকের নির্দেশ। মদের নিষেধাজ্ঞা প্রদানের শুরুতে রাসূলুল্লাহ (ﷺ) মদের জন্য যে সকল পাত্র ব্যবহার হত সেগুলো ব্যবহারও হারাম করেছিলেন। সম্ভবত এভাবে তিনি এ সকল ফলের রস তৈরি ও পান করাও নিষেধ করেছিলেন । আল্লাহই ভালো জানেন।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন