ফিকহুস সুনান ওয়াল আসার
৩৫. বৈধ-অবৈধ বিষয়াদি ও বিভিন্ন আদব
হাদীস নং: ২৪১৪
ছবি, প্রতিকৃতি বা প্রতিমূর্তি
(২৪১৪) আবু তালহা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ঘরের মধ্যে কুকুর রয়েছে বা ছবি রয়েছে সেই ঘরে ফিরিশতা প্রবেশ করেন না।
عن أبي طلحة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: لا تدخل الملائكة بيتا فيه كلب ولا تصاوير
