ফিকহুস সুনান ওয়াল আসার
৩৫. বৈধ-অবৈধ বিষয়াদি ও বিভিন্ন আদব
হাদীস নং: ২৪১৫
ছবি, প্রতিকৃতি বা প্রতিমূর্তি
(২৪১৫)আয়িশা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) তার ঘরের মধ্যে এমন কোনো দ্রব্য রাখতে দিতেন না যাতে ক্রুশের প্রতিকৃতি রয়েছে- তিনি তা নষ্ট করতেন ।
عن عائشة رضي الله عنها أن النبي صلى الله عليه وسلم لم يكن يترك في بيته شيئا فيه تصاليب إلا نقضه
