ফিকহুস সুনান ওয়াল আসার
৩৫. বৈধ-অবৈধ বিষয়াদি ও বিভিন্ন আদব
হাদীস নং: ২৪১৩
কলপ বা খেযাব লাগানো
(২৪১৩) আবু যার রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমাদের চুল-দাড়ির এই শুভ্রতা পরিবর্তনের জন্য সবচেয়ে উত্তম দ্রব্য হল মেন্দি ও কাতাম (মেন্দি জাতীয় গাছ)।
عن أبي ذر رضي الله عنه مرفوعا: إن أحسن ما غيرتم به الشيب الحناء والكتم
