ফিকহুস সুনান ওয়াল আসার

৩৫. বৈধ-অবৈধ বিষয়াদি ও বিভিন্ন আদব

হাদীস নং: ২৪১২
কলপ বা খেযাব লাগানো
(২৪১২) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, ইয়াহুদি এবং খ্রিস্টানগণ (চুলে ও দাড়িতে) রং বা খেযাব লাগায় না, তোমরা তাদের বিরোধিতা করবে।
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: إن اليهود والنصارى لا يصبغون فخالفوهم
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
ফিকহুস সুনান - হাদীস নং ২৪১২ | মুসলিম বাংলা