ফিকহুস সুনান ওয়াল আসার

৩৫. বৈধ-অবৈধ বিষয়াদি ও বিভিন্ন আদব

হাদীস নং: ২৪০৯
বৈধ-অবৈধ বিষয়াদি ও বিভিন্ন আদব
উল্কি কাটা, উল্কি কাটানো, কৃত্রিম চুল লাগানো, দাঁতের মাঝে কৃত্রিম ফাঁক তৈরী করার কর্মে লিপ্ত নারীদের প্রতি অভিশাপ
(২৪০৯) ইবন মাসউদ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে সকল নারী সৌন্দর্যের জন্য আল্লাহর সৃষ্টি পরিবর্তন করে অন্যদের দেহে উল্কি কাটে, নিজের দেহে উল্কি কাটায়, মুখের বা ভ্রুর চুল উঠায় এবং দাঁতের মাঝে কৃত্রিমভাবে ফাঁক তৈরী করে তাদেরকে আল্লাহ অভিশাপ করেন।
كتاب الحظر والإباحة وآداب متفرقة
عن ابن مسعود رضي الله عنه مرفوعا: لعن الله الواشمات والموتشمات والمتنمصات والمتفلجات للحسن المغيرات خلق الله

হাদীসের তাখরীজ (সূত্র):

[সহীহ বুখারি, হাদীস-৪৮৮৬; সহীহ মুসলিম, হাদীস-২১২৫; সুনান আবু দাউদ, হাদীস-৪১৬৯; সুনান তিরমিযি, হাদীস-২৭৮২; সুনান ইবন মাজাহ, হাদীস-১৯৮৯]
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)