ফিকহুস সুনান ওয়াল আসার
৩৫. বৈধ-অবৈধ বিষয়াদি ও বিভিন্ন আদব
হাদীস নং: ২৪১০
উল্কি কাটা, উল্কি কাটানো, কৃত্রিম চুল লাগানো, দাঁতের মাঝে কৃত্রিম ফাঁক তৈরী করার কর্মে লিপ্ত নারীদের প্রতি অভিশাপ
(২৪১০) ইবন উমার রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে মহিলা নারীদের মাথায় কৃত্রিম চুল সংযোজন করে এবং যে মহিলা নিজের মাথায় কৃত্রিম চুল সংযোজন করায় তাদেরকে আল্লাহ অভিশাপ করেন।
عن ابن عمر رضي الله عنهما مرفوعا: لعن الله الواصلة والمستوصلة
